আগরতলা, ১০ নভেম্বর: অক্টোবর মাসের বেতন এখনও পর্যন্ত পাননি খোয়াই জেলার সমগ্র শিক্ষার আওতাধীন শিক্ষক-শিক্ষিকারা। এর প্রতিবাদে সোমবার সমগ্র শিক্ষা খোয়াই জেলার কর্মচারীদের প্রতিনিধিদল খোয়াই জেলা শিক্ষা আধিকারিক স্বপন সরকারের কাছে ডেপুটেশন প্রদান করেন।
শিক্ষকরা জানিয়েছেন, রাজ্যের অন্যান্য জেলায় সমগ্র শিক্ষার শিক্ষক-শিক্ষিকাদের বেতন হয়ে গেলেও খোয়াই জেলার কর্মচারীরা এখনো বেতন পাননি। বেতন না পাওয়ায় চরম আর্থিক সমস্যার মুখে পড়েছেন। পরিবার চালানো থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় খরচ মেটানো—সব ক্ষেত্রেই পড়ছে বাধা।
প্রতিনিধিদল জেলা শিক্ষা আধিকারিকের কাছে দ্রুত বেতন প্রদান এবং ভবিষ্যতে এই ধরনের বিলম্ব যাতে না ঘটে, তার জন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।
জেলা শিক্ষা আধিকারিক স্বপন সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

