সাপে কামড়ে আহত পততি রিয়াং-এর প্রাণরক্ষা, তেলিয়ামুড়া হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত থাকায় বিপদমুক্ত

তেলিয়ামুড়া, ৯ নভেম্বর : মুঙ্গিয়াকামি ব্লকের ৪৩ মাইল এলাকার বাসিন্দা পততি রিয়াং-এর প্রাণরক্ষা সম্ভব হয়েছে সময়মতো চিকিৎসা পাওয়ায়। কয়েকদিন আগে বিষধর সাপের কামড়ে গুরুতরভাবে আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে সৌভাগ্যবশত পর্যাপ্ত স্নেক অ্যান্টিভেনম ইনজেকশন মজুত ছিল, যা কয়েক মাস আগেও ছিল না। চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করেন এবং সময়মতো ইনজেকশন প্রয়োগ করায় পততি রিয়াং বিপদমুক্ত হন।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি অসুস্থ পততি রিয়াং-এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

মন্ত্রী জানান, “সরকারি হাসপাতালগুলোতে যাতে সবসময় প্রয়োজনীয় ওষুধ ও ইনজেকশন মজুত থাকে, তা নিশ্চিত করতে স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।”
এই ঘটনায় এলাকাবাসী তেলিয়ামুড়া হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।