দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলন বয়কট করবে মার্কিন যুক্তরাষ্ট্র, শ্বেতাঙ্গ কৃষকদের প্রতি আচরণ নিয়ে রুষ্ট ট্রাম্প

ওয়াশিংটন, ৮ নভেম্বর : দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা এ বছরের জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কোনো সরকারি প্রতিনিধি অংশ নেবে না বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ আফ্রিকান (আফ্রিকানার) কৃষকদের ওপর “নির্যাতন ও সহিংসতা” চলছে, যা গ্রহণযোগ্য নয়। শুক্রবার ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, জি-২০ সম্মেলন দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা একটি সম্পূর্ণ লজ্জাজনক সিদ্ধান্ত। সেখানে শ্বেতাঙ্গ কৃষকদের জমি দখল, আক্রমণ ও হত্যার মতো নির্যাতনের ঘটনা ঘটছে।

আগেই ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগতভাবে এ বছরের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন না। তাঁর পরিবর্তে জেডি ভ্যান্সকে পাঠানোর পরিকল্পনা ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ভ্যান্সও আর দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, দক্ষিণ আফ্রিকার সরকার সংখ্যালঘু শ্বেতাঙ্গ আফ্রিকানার কৃষকদের ওপর নিপীড়ন ও হামলার সুযোগ দিচ্ছে। প্রশাসন এমনকি জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে গ্রহণের সীমা ৭,৫০০ জনে নামিয়ে আনার পর তাদের বেশিরভাগই হবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ নাগরিক, যারা দেশে “বৈষম্য ও সহিংসতার” শিকার।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সরকার এই অভিযোগে বিস্ময় প্রকাশ করেছে। তাদের বক্তব্য, দেশের শ্বেতাঙ্গ নাগরিকরা এখনো সাধারণত কৃষ্ণাঙ্গদের তুলনায় অনেক বেশি আর্থসামাজিক সুবিধা ভোগ করেন। এমনকি শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের যুগ শেষ হওয়ার তিন দশক পরও।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানিয়েছেন, তিনি ট্রাম্পকে সরাসরি বলেছেন আফ্রিকানারদের ওপর নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তবুও ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকা সরকারের প্রতি তাদের সমালোচনা অব্যাহত রেখেছে। গত সপ্তাহে মিয়ামিতে এক অর্থনৈতিক ভাষণে ট্রাম্প বলেন, দক্ষিণ আফ্রিকাকে জি-২০ থেকে বহিষ্কার করা উচিত। এর আগেও, চলতি বছরের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জি-২০ পররাষ্ট্রমন্ত্রী বৈঠক বর্জন করেছিলেন। কারণ সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও জলবায়ু পরিবর্তন।