চড়িলাম, ৮ নভেম্বর: বানরের তাণ্ডবে বিপর্যস্ত চড়িলাম ব্লকের রামছড়া ভিলেজের কালীটিলা এলাকা। শনিবার সকালে প্রায় দেড়শ থেকে দুইশো বানরের একটি দল হঠাৎই এলাকায় ঢুকে একাধিক বাড়িতে হামলা চালায়। বিশেষ করে দরিদ্র কৃষক গৌতম ভৌমিক ও কাবেরী ভৌমিকের বাড়ির রান্নাঘর সম্পূর্ণ তছনছ করে দেয় বানরের দল, ভেঙে ফেলে হাঁড়ি, কড়াই, চুলা সবকিছুই একেবারে ধুলিস্যাৎ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বানরের উৎপাত চলছে। বানরের দল ফসল নষ্ট করার পাশাপাশি ঘরে ঢুকে ভাত, তরকারি, চাল, ডাল, সবজি, বিস্কুট, মুড়ি—যা পায় তাই নিয়ে যায়। তাড়াতে গেলে তারা সঙ্ঘবদ্ধভাবে মানুষের উপর হামলা চালায়, ফলে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আমরা এখন ভয়ে নিজের ঘরেও নিশ্চিন্তে থাকতে পারি না। বানরের দল দলে দলে এসে রান্না ঘর ভাঙচুর করছে, খাবার ছিনিয়ে নিচ্ছে। শিশু ও বৃদ্ধদের নিয়ে আমরা আতঙ্কে আছি।
এলাকাবাসী বন দপ্তরের কাছে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে বানরের এই তাণ্ডবে এলাকার জীবনযাত্রা সম্পূর্ণ অচল হয়ে পড়বে। বন দপ্তরের কর্মকর্তারা ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছেন এবং বানর তাড়ানোর জন্য বিশেষ দল পাঠানোর আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

