পাটনা, ৬ নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত মোট ৬০.১৩% ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিভিন্ন জেলার ভোটের হারে দেখা গেছে বেগুসরায় ৬৭.৩২%, ভোজপুর ৫৩.২৪%, বক্সার ৫৫.১০%, দরভঙ্গা ৫৮.৩৮%, গোপালগঞ্জ ৬৪.৯৬%, খাগড়িয়া ৬০.৬৫%, লখিসরায় ৬২.৭৬%, মধেপুরা ৬৫.৭৪%, মুঙ্গের ৫৪.৯০%, মুজফফরপুর ৬৪.৬৩%, নালন্দা ৫৭.৫৮%, পাটনা ৫৫.০২%, সাহারসা ৬২.৬৫%, সমস্তিপুর ৬৬.৬৫%, সারণ ৬০.৯০%, শেখপুরা ৫২.৩৬%, সিওয়ান ৫৭.৪১% এবং বৈশালী ৫৯.৪৫%।
সবচেয়ে বেশি ভোট হয়েছে মধেপুরা(৬৫.৭৪%) ও সমস্তিপুর(৬৬.৬৫%) জেলায়। রাজধানী পাটনা-তে ভোটগ্রহণ কিছুটা কম হলেও ৫৫.০২% ভোটারের অংশগ্রহণ দেখানো হয়েছে।

