ব্রহ্মকুন্ড মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, মহামানবতার মিলন ও সম্প্রীতির উৎসব: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ নভেম্বর : রাস পূর্ণিমা তিথি উপলক্ষ্যে ৩ দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা ও প্রদর্শনী আজ থেকে শুরু হয়েছে। এর সূচনা করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। ব্রহ্মকুন্ড মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ বলেন, ব্রহ্মকুন্ড মেলা এক ঐতিহাসিক মেলা। বিভিন্ন জাতি-ধর্ম ও সংস্কৃতির মানুষ ব্রহ্মকুন্ড এলাকায় বসবাস করেন। এই এলাকায় একতা ও শান্তি সম্প্রীতি সুদৃঢ় রয়েছে। প্রতি বছর দু’বার ব্রহ্মকুন্ড মেলার মধ্য দিয়ে এই এলাকার সম্প্রীতি আরও সুদৃঢ় হয়। তিনি বলেন, এই ব্রহ্মকুন্ড নিয়ে নানা কথিত কাহিনী রয়েছে। সমস্ত কথিত কাহিনীর উর্ধ্বে উঠে একটাই শব্দ আমাদের কাছে অনুরনিত হয়। মেলা মানে একটি আনন্দ ও মিলনের উৎসব। তিনি বলেন, এটা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, মহামানবতার মিলন ও সম্প্রীতির উৎসব।

তিনি বলেন, ধর্মকে কেন্দ্র করে ধর্মীয় আবেগ ও বিশ্বাস নিয়েই এই ভক্তি সংস্কৃতির পীঠস্থান গড়ে উঠেছে। এই ব্রহ্মকুন্ডে সেই ভক্তি সংস্কৃতির মধ্য দিয়ে একটি মিলনের বাগান সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আজ ঐশ্বরিক রাস পূর্ণিমা। তিনি এই রাস পূর্ণিমার পুণ্য তিথির চাঁদের আলোয় সকলের সমৃদ্ধি কামনা করে তিন দিনব্যাপী এই মেলা সুন্দর ভাবে সকলকে উপভোগ করার আহ্বান জানান। সেই সাথে তিনি বক্তব্যে জানান, এই ব্রহ্মকুন্ড এলাকার উন্নয়নের জন্য ১৩ কোটি ৯৬ লক্ষ ৮০ হাজার ৮২৫ টাকা মঞ্জুর করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই ব্রহ্মকুন্ড প্রাঙ্গণের উন্নয়নের কাজ শুরু করা হবে। অত্যাধুনিকভাবে এই প্রাঙ্গণ সাজিয়ে তোলা হবে। যাতে পর্যটকগণ এই অঞ্চলে এসে এক সুন্দর স্মৃতি নিয়ে ফিরে যেতে পারেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন টিটিএএডিসি’র কার্যনির্বাহী সদস্য (শিক্ষা) রবীন্দ্র দেববর্মা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেজামারা বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য জয়লাল দাস, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, ব্রহ্মকুন্ড গ্রামপঞ্চায়েত প্রধান কৃষ্ণা ওরাং, বিশিষ্ট সমাজসেবী নির্মল দেববর্মা ও ইন্দ্রজিৎ দেববর্মা। সম্মানিত অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক অসিত কুমার দাস এবং মোহনপুর ব্লকের বিডিও গোপাল কৃষ্ণ দত্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সজল দেবনাথ। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মোহনপুর মহকুমা প্রশাসন ও ব্রহ্মাকুন্ড মেলা কমিটির যৌথ উদ্যোগে এই মেলা আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। ব্রহ্মকুন্ড মেলা উপলক্ষ্যে বিভিন্ন দপ্তর উন্নয়নমূলক তথ্য সম্বলিত প্রদর্শনী স্টল খুলেন। অনুষ্ঠান শেষে কৃষিমন্ত্রী স্টলগুলি পরিদর্শন করেন।