আগরতলা, ৪ নভেম্বর:
উত্তর–পূর্ব ভারতের চার রাজ্যের শীর্ষ নেতারা এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে একসঙ্গে নতুন রাজনৈতিক মঞ্চ গঠনের ঘোষণা দিলেন। মঙ্গলবার নয়াদিল্লিতে প্রকাশিত যৌথ বিবৃতিতে ‘ওয়ান নর্থ ইস্ট’ নামে এক ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের কথা জানানো হয়েছে, যার মূল লক্ষ্য উত্তর–পূর্বাঞ্চলের জনগণের স্বার্থ, পরিচয় ও উন্নয়নের দাবিকে একক কণ্ঠে জাতীয় স্তরে তুলে ধরা।
এই যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন,মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সভাপতি কনরাড কে. সাংমা, ত্রিপুরার তিপ্রা মথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোত বিক্রম মাণিক্য,
নাগাল্যান্ডের প্রাক্তন বিজেপি মুখপাত্র ও রাজ্যের মন্ত্রী ম্হোনলুমো কিকন, এবং আসামের পিপলস পার্টির প্রতিষ্ঠাতা ড্যানিয়েল ল্যাংথাসা।
এদিনের বৈঠকে নেতৃত্বরা বলেন, “উত্তর–পূর্ব ভারতের তরুণ প্রজন্মের নেতারা দীর্ঘদিন ধরে একই ইস্যু ও উদ্বেগের কথা বললেও তা এসেছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে। এখন সময় এসেছে এই সব কণ্ঠকে একত্রিত করে আমাদের মানুষের জন্য এক শক্তিশালী যৌথ কণ্ঠ তৈরি করার।”
এদিন আরো বলা হয় যে, মহান নেতাদের আত্মত্যাগ ও আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে এই নতুন উদ্যোগ উত্তর–পূর্বের উন্নয়ন, পরিচয় ও ঐক্যকে এগিয়ে নিয়ে যাবে। প্রায় আড়াই কোটি মানুষের স্বার্থে গঠিত এই রাজনৈতিক ঐক্য ভবিষ্যতের জন্য একটি সাধারণ মঞ্চ ও রূপরেখা তৈরির প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
নেতারা জানান, পরবর্তী পর্যায়ে একটি কমিটি গঠন করা হবে, যা নতুন রাজনৈতিক সত্তার কাঠামো ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করবে। তাঁদের মতে, এই ঐক্য প্রচেষ্টা এমন এক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে যে উত্তর–পূর্ব ভারতের জনগণও জাতীয় স্তরে সম্মান, মর্যাদা ও প্রতিনিধিত্ব পাওয়ার যোগ্য।
নেতারা বলেন, “আমরা একত্রিতভাবে প্রতিজ্ঞা করছি—একটি শক্তিশালী, সম্মানিত ও ঐক্যবদ্ধ উত্তর–পূর্ব ভারত গড়ে তুলব।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে উত্তর–পূর্ব ভারতের আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে।

