আগরতলা, ৪ নভেম্বর: জিরানিয়া রেল স্টেশনে এসকফকাণ্ডের ধৃত তিন অভিযুক্তের মধ্যে মূল অভিযুক্ত অরুণ কুমার ঘোষকে আজ দুপুরে আগরতলায় নিয়ে আসা হয়েছে।
ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর রাহুল আলম জানিয়েছেন আজ ট্রানজিট রিমান্ডে তাকে আগরতলায় নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, গতকালই তাকে কলকাতায় গ্রেপ্তার করা হয়েছিল।
জিরানিয়া রেলস্টেশনে ফেন্সিডিল কাণ্ডে এখন পর্যন্ত আটক তিনজন হলেন হিমাংশু ঝাঁ ,রাজীব দাশগুপ্ত ,অরুণ কুমার ঘোষ।

