ভিলেজ কমিটি নির্বাচন : সুপ্রিম কোর্টে ত্রিপুরা সরকারের অতিরিক্ত সময় চেয়ে আবেদন খারিজ

নয়দিল্লি, ৩ নভেম্বর : ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) আইন, ১৯৯৪ অনুযায়ী বহুদিন ধরে ঝুলে থাকা ভিলজ কমিটি (ভিসি) নির্বাচনের বিষয়ে ব্যাখ্যা দাখিল করতে অতিরিক্ত দুই সপ্তাহ সময় চেয়ে ত্রিপুরা সরকারের করা আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।

এই সিদ্ধান্তের পর তিপরা মথার প্রতিষ্ঠাতা তথা এমডিসি প্রদ্যোৎ কিশোর দেববর্মা সামাজিক মাধ্যমে লেখেন, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের সময় বৃদ্ধির আবেদন প্রত্যাখ্যান করে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আজকের শুনানির আদেশনামা হাতে আসলে গুরুত্বপূর্ণ ভিসি নির্বাচনের বিষয়টি স্পষ্ট হবে।

উল্লেখ্য, নির্বাচিত ভিলেজ কমিটিগুলির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ৭ মার্চে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গত আগস্টে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া (ইসিআই), ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন এবং ত্রিপুরা সরকারকে নোটিশ জারি করে নির্বাচন বিলম্বের কারণ ব্যাখ্যা করতে বলেছিল।

এরপর ১ নভেম্বর রাজ্য সরকার তাদের জবাবি হলফনামা দাখিলের জন্য অতিরিক্ত দুই সপ্তাহ সময় চেয়ে আদালতে আবেদন করে, যা আজ আদালত খারিজ করে দেয়।

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে প্রদ্যোৎ বলেন, সরকারের এই বিলম্বের কোনো বাস্তব কারণ নেই। এটি শুধুই সময়ক্ষেপণ। তিপ্রাসা জনগণকে ন্যায় থেকে বঞ্চিত করা হচ্ছে। সাথে তিনি যোগ করেন, আমরা আশা করি সুপ্রিম কোর্ট এবার রাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।

উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি ত্রিপুরায় বিজেপি ও তার জোটসঙ্গী তিপরা মথার মধ্যে জনজাতি সংক্রান্ত সমস্যার সমাধান এবং তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন না হওয়া নিয়ে উত্তেজনা বাড়ছে।