জিরানিয়া রেল স্টেশনে এসকফ উদ্ধার মামলায় আরও দুইজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ

আগরতলা, ৩ নভেম্বর: জিরানিয়া রেলওয়ে স্টেশনে বিপুল পরিমাণ এসকফ বোতল উদ্ধার মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ। দীর্ঘ তদন্ত ও গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই দুই অভিযুক্তকে কলকাতা ও দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

ক্রাইম ব্রাঞ্চের সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের নাম অরুণ কুমার ঘোষ (৫৮), পিতা – কৃষ্ণধন ঘোষ ও হিমাংশু ঝা ওরফে সোনু (৩২), পিতা – আলোক ঝা।

অরুণ কুমার ঘোষকে কলকাতায় গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, হিমাংশু ঝা-কে দিল্লিতে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরের বিমানে দিল্লি থেকে আগরতলা নিয়ে আসা হল জিরানিয়া ফেন্সি কাণ্ডে ধৃত হিমাংশু ঝা ওরফে সোনুকে।
এই মামলায় কলকাতায় গ্রেফতার অরুণ কুমার ঘোষকে এদিন রাজ্যে আনা হয়নি। খুব শীঘ্রই ট্রানজিট রিমান্ডে তাকে আগরতলা আনা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পূর্বে গ্রেফতার করা হয়েছে রাজীব দাশগুপ্তকে। ক্রাইম ব্রাঞ্চ মোট তিনজনকে এখন পর্যন্ত গ্রেফতার করেছে জিরানিয়া এসকফ উদ্ধার কাণ্ডে জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নারকোটিক শাখার নেতৃত্বে ধলেশ্বরের ১০ নম্বর দেবেন্দ্র রোডস্থিত ট্রান্সপোর্ট ব্যবসায়ী অরুণ ঘোষ-এর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।