কমলপুর, ৩ নভেম্বর:
ময়নাবাড়ি থেকে লাম্বু হয়ে কমলপুরগামী একটি টমটম উল্টে যাওয়ায় শিশুসহ চার গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে লাম্বু চৌমুহনী এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি যাত্রীবোঝাই টমটম ময়নাবাড়ি থেকে কমলপুরের দিকে আসছিল। লাম্বু চৌমুহনীতে পৌঁছনোর সময় হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার শব্দ শুনে আশেপাশের মানুষজন ছুটে এসে উদ্ধারকার্যে নামেন।
আহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, মিনতি মোদক (৭২), নিয়তি কন্দ (২২), রিতেশ কন্দ (৭) এবং সুচিত্রা দাস (৩৬)। আহতদের মধ্যে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
চিকিৎসা সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দু’জনের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং একজনের একটি হাত ভেঙে গেছে। অন্যদের শরীরের বিভিন্ন স্থানে চোট লেগেছে। বর্তমানে সকলকেই কমলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

