কমলপুর, ৩ নভেম্বর : রাশ পূর্ণিমার মেলার আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। রবিবার রাতে কমলপুর হালহালিতে এক মর্মান্তিক ঘটনায় বটগাছের শুকনো ডাল ভেঙে পড়ে মৃত্যু হয় এক গৃহবধূর। মৃতার নাম মাধুরী দাস(১৮), বাড়ি কমলপুর শান্তিরবাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাশ পূর্ণিমা উপলক্ষে হালহালিতে প্রতিবছরের মতো এবারও বিশাল মেলার আয়োজন করা হয়েছিল। মাধুরী স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মেলায় ঘুরতে গিয়েছিলেন। সেই সময় আচমকা মেলার একপ্রান্তে থাকা একটি পুরনো বটগাছের শুকনো ডাল ভেঙে নিচে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে সেই ডালটি মাধুরীর মাথার উপর পড়ে। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় মাধুরীকে ধলাই জেলা হাসপাতালে রেফার করেন। সেখান থেকেও অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত আগরতলার জিবি হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। কিন্তু রবিবার রাতে জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সোমবার সকালে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবার ও প্রতিবেশীদের মধ্যে নেমে আসে গভীর শোকের ছায়া। প্রায় দুই বছর আগে মাধুরীর বিয়ে হয়েছিল, এবং তার সাত মাসের একটি শিশু সন্তান রয়েছে। স্বামীর পাশাপাশি পরিবারের সদস্যরা গভীর শোকাহত।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মেলাস্থলে দীর্ঘদিন ধরে ওই বটগাছটি পুরনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তারা অভিযোগ করেছেন, মেলা কমিটি ও স্থানীয় প্রশাসনের তরফে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হলে এই দুর্ঘটনা এড়ানো যেত। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়েছে। প্রশাসন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং ভবিষ্যতে মেলাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।

