আগরতলা, ৩ নভেম্বর : ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স বাতিলের কালেক্টর অফ এক্সসাইজের সিদ্ধান্ত খারিজ করে দিল ত্রিপুরা হাইকোর্ট। একই সঙ্গে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই রেস্টুরেন্ট কাম বার পুনরায় চালানোর অনুমতিও দিয়েছে।
সোমবার হাইকোর্ট এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ রায়ে নির্দেশ জারি করে। আদালতের রায় অনুযায়ী, কালেক্টর অফ এক্সসাইজের জারিকৃত বন্ধের আদেশ আইনসম্মত ছিল না। ফলে ওই সিদ্ধান্ত বাতিল করে রেস্টুরেন্টের কার্যক্রম পুনরায় শুরু করার পথ খুলে যায়।
এই সংক্রান্ত মামলায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অরজিত ভৌমিক। তিনি জানান, ১৬ সেপ্টেম্বর কালেক্টর অফ এক্সসাইজ ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স বাতিল করে দিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে পিটিশন করা হয়। ৩০ ও ৩১ অক্টোবর এই মামলার শুনানি হয়। অবশেষে আজ বিচারপতি টি অমরনাথ গৌড়ের সিঙ্গেল বেঞ্চে এই মামলার রায় ঘোষণা করেন। কালেক্টর অফ এক্সসাইজের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত খারিজ করে পুনরায় হ্যাপিয়েস্ট আওয়ার’ রেস্টুরেন্ট কাম বার চালু করার নির্দেশ দিয়েছে।

