আগরতলা, ২ নভেম্বর: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ তিনটি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশের পর রাজ্যের বেসরকারি মেডিকেল কলেজগুলির ফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এসএফআই মেডিকোস অঞ্চল কমিটি।
এক বিজ্ঞপ্তিতে কমিটি জানিয়েছে, মোট ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৯ জন অকৃতকার্য হয়েছে। এছাড়া আগেই ১৩ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসার সুযোগই পাননি। এসএফআই-এর দাবি, ফলাফলের বিশ্লেষণে দেখা যাচ্ছে সরকারি আগরতলা মেডিকেল কলেজের ফলাফল তুলনামূলকভাবে ভালো হলেও, রাজ্যের দুই বেসরকারি মেডিকেল কলেজ— টিএমসি ও শান্তিনিকেতন মেডিকেল কলেজের ফলাফল অত্যন্ত হতাশাজনক। টিএমসি-র পাসের হার মাত্র ৫০ শতাংশ, আর শান্তিনিকেতন মেডিকেল কলেজে ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০ জন অকৃতকার্য হয়েছে।
এসএফআই অভিযোগ করেছে, বিপুল অঙ্কের ফি আদায় করেও এই বেসরকারি কলেজগুলোতে নেই পর্যাপ্ত অভিজ্ঞ ফ্যাকাল্টি, মানসম্মত পরিকাঠামো কিংবা আধুনিক শিক্ষার পরিবেশ। ফলে শিক্ষার মান মারাত্মকভাবে নিচে নেমে যাচ্ছে। সংগঠনের মতে, মেডিকেল শিক্ষাকে মুনাফা অর্জনের ব্যবসা হিসেবে চালাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো, যার ফলেই মেধাবী ছাত্রছাত্রীদের সুযোগ সীমিত হয়ে পড়ছে এবং শিক্ষার মান নিম্নমুখী হচ্ছে।
এসএফআই মেডিকোস অঞ্চল কমিটি এই ফলাফলকে রাজ্যের বেসরকারি মেডিকেল শিক্ষার বেহাল চিত্রের প্রতিফলন বলে মন্তব্য করেছে। তারা অসফল ছাত্রছাত্রীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে, আগামী সাপ্লিমেন্টারি পরীক্ষার আগে তাদের জন্য বিশেষ সহায়তা ও প্রস্তুতির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কাছে।
একই সঙ্গে এসএফআই দাবি করেছে, রাজ্যের বেসরকারি মেডিকেল কলেজগুলিতে শিক্ষার মান, শিক্ষক স্বল্পতা এবং পরিকাঠামোগত দুর্বলতা দ্রুত খতিয়ে দেখা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

