ধর্মনগর, ২ নভেম্বর : উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা–অসম সীমান্ত সংলগ্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখা ও চুরাইবাড়ি থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। রবিবার সকালে বালিছড়া এডিসি ভিলেজের কাটুয়াছড়া এলাকার পাহাড়ি অঞ্চলে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রায় ৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানা গেছে। যদিও ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, পুলিশ জানিয়েছে যে তদন্ত অব্যাহত রয়েছে।
চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস বলেন, “গোপন খবরের ভিত্তিতেই আমরা অভিযান চালাই। প্রায় পাঁচ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র ওই এলাকায় গোপনে গাঁজা চাষ করে আসছিল। এই অভিযানের পর মূল চক্রের হদিস পেতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
পুলিশ আরও জানিয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলিতে অবৈধ মাদকচাষ রুখতে নিয়মিত তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।

