বিএনপি নেতা গয়েশ্বরের হুঁশিয়ারি— “রাস্তায় নামলে ইউনূস সরকার এক মুহূর্তও টিকবে না”

লতিফুর রহমান, ঢাকা, ২ নভেম্বর: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তীব্র হুঁশিয়ারি শোনাল বিএনপি। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রবিবার বলেন, “আমরা যদি রাস্তায় নামি, সরকার টিকবে কি না, তা নিয়েই সংশয় আছে।”
ঢাকায় প্রয়াত রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা এখনো আন্দোলনে সংযম দেখাচ্ছি—শান্তি বজায় রাখার জন্য। কিন্তু সরকার নীরব আছে, জুলাই সনদ নিয়ে কোনো জবাব দিচ্ছে না।”
গয়েশ্বরের অভিযোগ, “সনদ স্বাক্ষরের দুই দিন পরই যখন আমরা চূড়ান্ত কপি পাই, দেখি কিছু অংশ বদলে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
এদিকে, বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা শুধু সেই অংশগুলির দায় নেব যেগুলিতে আমাদের স্বাক্ষর রয়েছে। পরবর্তীতে যে সংযোজন ও বিয়োজন করা হয়েছে, তার সঙ্গে বিএনপি-র কোনো সম্পর্ক নেই।” তিনি অভিযোগ করেন, “সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন জনগণকে মিথ্যা বলেছে, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”
ফখরুল আরও বলেন, “জামায়াত জুলাই বিপ্লবকে অতিরঞ্জিত করে ১৯৭১-এর ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে।”
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে ফখরুলের মন্তব্য, “তিনি এখন ভারত থেকে প্রচারণা চালাচ্ছেন। আমরা ভারত সরকারকে অনুরোধ জানাই—হাসিনাকে ফেরত দিন, যাতে তাঁর বিচার হয়।”