৭ নভেম্বর বিবেকানন্দ ময়দানে ইয়ুথ তিপ্রা ফেডারেশনের গণসমাবেশের অনুমতি নাকচ করল প্রশাসন

আগরতলা, ২ নভেম্বর: আগামী ৭ নভেম্বর আগরতলার বিবেকানন্দ ময়দানে ইয়ুথ তিপ্রা ফেডারেশন -এর প্রস্তাবিত গণসমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন। পশ্চিম ত্রিপুরা জেলার সদর মহকুমার পুলিশ আধিকারিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিবেকানন্দ ময়দানের অর্ধেক অংশ আন্তর্জাতিক এক্সপো আয়োজনে ব্যবহৃত হচ্ছে। সেখানে রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকেও বহু দোকানিরা উপস্থিত থাকবেন, যাকে কেন্দ্র করে বিপুল জন সমাগম ঘটবে। এই অবস্থায় একই স্থানে গণসমাবেশের আয়োজন করলে ভিড়ের সৃষ্টি হতে পারে। পাশাপাশি দুর্ঘটনা বা বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হতে পারে বলে প্রশাসনের আশঙ্কা।

এছাড়াও, বিবেকানন্দ ময়দান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এখানে বিশাল জনসমাবেশ করলে যানজট সৃষ্টি, হাসপাতালে যাওয়া রোগী ও জরুরি পরিষেবায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

তাই ইয়ুথ তিপ্রা ফেডারেশনকে ওই স্থানে ৭ নভেম্বর কোনো সমাবেশ বা গণজমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশাসন জানিয়েছে, সংগঠন চাইলে বিকল্প স্থান বা অন্য তারিখে সমাবেশের নতুন প্রস্তাব জমা দিতে পারে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিবেচনা করা হবে।

উল্লেখ্য, রাজধানীর বুকে তিপ্রা মথার যুব সংগঠনের উদ্যোগে এই জমায়েত ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছিল। তিপ্রা সিভিল সোসাইটির ডাকা বনধের জেরে শান্তিরবাজারে রাজনৈতিক সংঘর্ষের পর এই সমাবেশ নিয়ে বিরূপ মন্তব্যের সৃষ্টি হয়েছে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এই সভার অনুমতি না দেওয়ার দাবী জানিয়েছিলেন। অবশেষে প্রশাসনিক তরফে এই অনুমতি নাকচ করা হল।