প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন — প্রদেশ কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত স্মরণসভা

আগরতলা, ৩১ অক্টোবর:
যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪১তম প্রয়াণ দিবস পালন করা হয়। সকালে কংগ্রেস ভবনের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায়সহ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং অসংখ্য দলীয় কর্মী-সমর্থক। সকলেই ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরবর্তীতে কংগ্রেস নেতৃত্বরা শোভাযাত্রা করে আগরতলার গান্ধীঘাটে যান এবং সেখানেই প্রয়াত নেত্রীর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। অনুষ্ঠানের আবহ ছিল গভীর শ্রদ্ধা ও দেশপ্রেমের বার্তায় পরিপূর্ণ।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এদিন বলেন, “ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের শক্তি, ঐক্য ও উন্নয়নের প্রতীক। তাঁর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের আসন অর্জন করেছিল। দেশের জন্য তাঁর আত্মবলিদান আজও আমাদের অনুপ্রেরণা।” এদিনের অনুষ্ঠানে বক্তারা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর কর্মজীবন, সাহসিকতা এবং দেশের ঐক্য রক্ষায় তাঁর অবদানকে স্মরণ করেন।