নয়াদিল্লি, ৩১ অক্টোবর: রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের একতা নগরে নর্মদা নদীর তীরে অবস্থিত স্ট্যাচু অব ইউনিটি-তে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিন দেশজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় ‘রাষ্ট্রীয় ঐক্য দিবস’— যা প্রতি বছর ৩১ অক্টোবর সারদার প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে উদযাপিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী সকাল ৮টার দিকে স্ট্যাচু অব ইউনিটিতে পৌঁছে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রার্থনা করেন। পরে তিনি অংশ নেন রাষ্ট্রীয় ঐক্য দিবসের মহা প্যারেডে, যেখানে বিএসএফ, সিআরপিএফ, রাজ্য পুলিশ বাহিনীসহ বিভিন্ন দলে অংশ নেয়। দেশজুড়ে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক পরিবেশনাও হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে ঐক্যের শপথ গ্রহণ করেন। তিনি বলেন, আমি দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষার শপথ নিচ্ছি এবং এই লক্ষ্যেই নিজেকে উৎসর্গ করছি। তিনি আরও যোগ করেন, জাতীয় ঐক্যের চেতনায় অনুপ্রাণিত হয়ে আমি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
এই শপথ, যা একতা শপথ নামে পরিচিত, দেশের ঐক্য, অখণ্ডতা ও নিরাপত্তা বজায় রাখার দৃঢ় প্রতিজ্ঞা হিসেবে পালন করা হয়। এর আগে এক্স (পূর্বতন টুইটার)-এ মোদী লিখেছেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের ঐক্যের স্থপতি। দেশের সংহতি ও শাসনব্যবস্থার ভিত্তি স্থাপনে তাঁর অবদান অনন্য। আজ তাঁর ১৫০তম জন্মবার্ষিকীতে ভারত তাঁর প্রতি শ্রদ্ধা জানায় এবং ঐক্যবদ্ধ, শক্তিশালী ও আত্মনির্ভর ভারতের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন,সর্দার প্যাটেলের অদ্ভুত ক্ষমতা ছিল মানুষকে একত্রিত করার, এমনকি মতভেদ থাকলেও। তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে দেশকে এক সূত্রে গেঁথেছিলেন, দেশীয় রাজ্যগুলোকে ভারতের সঙ্গে সংযুক্ত করেছিলেন এবং ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-র মন্ত্রকে বাস্তব রূপ দিয়েছিলেন।
রাষ্ট্রীয় ঐক্য দিবসের এই উদযাপন সারদার প্যাটেলের অবদান ও দেশের সংহতির চেতনা স্মরণ করিয়ে দেয় — যে চেতনায় গড়ে উঠেছে আধুনিক ভারত।

