লক্ষ্মীটিলার অবহেলিত রাস্তা, সংস্কারের অপেক্ষায় স্থানীয়রা

আগরতলা, ৩১ অক্টোবর: বছরের পর বছর পেরিয়ে গেলেও আশার আলো দেখতে পাচ্ছেন না গোলাঘাটি বিধানসভার শ্রীনগর পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মীটিলার মানুষ। কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে নির্মিত সেই রাস্তা আজও সংস্কার হয়নি—বাম আমল হোক কিংবা বর্তমান রাম আমল, দু’দলই এলাকাবাসীর প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ।

স্থানীয়দের বক্তব্য, প্রতিদিন এই ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে গিয়ে বিপদের সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। বর্ষার সময় কাদা ও জলজমে রাস্তা একেবারে অচল হয়ে যায়। স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষ—সবারই ভোগান্তির শেষ নেই। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়াও হয়ে দাঁড়ায় এক কঠিন চ্যালেঞ্জ।

লক্ষ্মীটিলার স্থানীয়রা জানান , বহু বছর ধরে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হলেই সব ভুলে যান স্থানীয় নেতৃত্ব রা। স্থানীয় পঞ্চায়েত সহ বিষয়টি প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিতে হবে। এই রাস্তা শুধু লক্ষ্মীটিলা নয়, আশপাশের কয়েকটি গ্রামকেও শহরের সঙ্গে যুক্ত করে। ফলে, এটি সংস্কার হলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। সরকারি প্রকল্পের নানা উন্নয়নের দাবির মাঝেও লক্ষ্মীটিলার এই রাস্তা যেন অবহেলার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের আশা—এইবার হয়তো প্রশাসনের নজর পড়বে তাঁদের দীর্ঘদিনের যন্ত্রণার পথে।