ধর্মনগরের পদ্মপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউন ও গাড়ি ভস্মীভূত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩১ অক্টোবর:
ধর্মনগর শহরের পদ্মপুর এলাকায় বৃহস্পতিবার রাতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় একটি বিস্কুটের গোডাউন ও একটি স্করপিও গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। জানা গেছে, মধুবাড়ি লিংক রোড এলাকায় শ্রীধাম দাসের বাড়িতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়।
ঘরের মধ্যে থাকা রূপম পাল-এর বিস্কুটের গোডাউন এবং পার্ক করা স্করপিও গাড়িটি মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায়। প্রাথমিক অনুমান অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর দুইটি ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগরের এসডিপিও জয়ন্ত কর্মকার এবং থানার ওসি মীনা দেববর্মা। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার উৎস ও সম্ভাব্য কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।