চড়িলামে বিজেপিতে ভাঙন, ৩৯৫ পরিবারে প্রায় ১৭০০ ভোটার মথা দলে যোগদান

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৯ অক্টোবর:
চড়িলাম বিধানসভা কেন্দ্রে বিজেপির সংগঠনে ভাঙন স্পষ্ট হয়ে উঠছে। বুধবার বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড এলাকায় তিপ্রা মথা দলের উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় চড়িলাম মণ্ডলের ৩৯৫ পরিবারে মোট ১,৭০২ ভোটার বিজেপি ছেড়ে মথা দলে যোগদান করেন।

বিশেষত আড়ালিয়া পঞ্চায়েত এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক বিজেপি ছেড়ে মথায় যোগদানের ধারা দেখা যাচ্ছে। সূত্রের খবর, তাপস দাস মণ্ডল সভাপতি হওয়ার পর এ নিয়ে চতুর্থবার এই পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীরা দলত্যাগ করে মথায় যোগ দিলেন।

এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বিশ্বকৃতু দেববর্মা, বিধায়ক মানব দেববর্মা, বিধায়ক সুবোধ দেববর্মা, চড়িলাম ব্লক মথা প্রেসিডেন্ট বুদ্ধদেব দেববর্মা, এমডিসি গণেশ দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্ব।

স্থানীয়দের অভিযোগ, চড়িলামে বিজেপি সংগঠন আজ নেতৃত্বের অভাবে দুর্বল হয়ে পড়েছে। গোষ্ঠী কোন্দল, অনিয়ম ও নেতৃত্বের উদাসীনতার কারণে সাধারণ কর্মীরা দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

অন্যদিকে, রাজনৈতিক মহলে মত, যেখানে রাজ্যজুড়ে মথা কর্মীদের একাংশ বিজেপিতে যোগ দিচ্ছে, সেখানে চড়িলাম এলাকায় ঘটছে তার সম্পূর্ণ উল্টো চিত্র—এখানে বিজেপি কর্মীরাই দলে দলে মথা শিবিরে যোগ দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চড়িলামে বিজেপির সংগঠনের ভিত নড়বড়ে হয়ে পড়েছে। মথা শিবিরে এই যোগদান রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।