আগরতলা, ২৯ অক্টোবর:
” যখনই কারোর স্ট্রোক হবে, সময় নষ্ট করবেন না ”
বিশ্ব স্ট্রোক দিবসে রাজ্যবাসীর প্রতি বার্তা রাখলেন নিউরোলজিস্ট ডাঃ আবীর লাল নাথ।
আজ বিশ্ব স্ট্রোক দিবস। এই দিনটিকে কেন্দ্র করে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের উদ্যোগে আয়োজন করা হয় এক সচেতনতা র্যালির। এই র্যালিতে উপস্থিত
নিউরোলজিস্ট ডাঃ আবীর লাল নাথ বলেন, যখনই কোন ব্যক্তির স্ট্রোক সংক্রান্ত উপসর্গ দেখা দেবে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য। বেশ কিছু লক্ষণ রয়েছে এ রোগের। সেগুলি প্রত্যেককে জানানো প্রয়োজন। সেই লক্ষ্যেই এদিনের এই সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও তিনি জিবিপি হাসপাতালের নিউরোলজি বিভাগের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন নিজ বক্তব্যে। তিনি জানান, সব ধরনের স্ট্রোকের চিকিৎসা হচ্ছে বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল জি হাসপাতালের নিউরোলজি বিভাগে। তাই স্ট্রোক সংক্রান্ত যেকোনো প্রয়োজনে জিবি হাসপাতালের নিউরোলজি বিভাগের চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহবান জানিয়েছেন তিনি।
এদিনের র্যালিটি রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের নিউরোলজি বিভাগের চিকিৎসকবৃন্দ, নার্স, স্বাস্থ্যকর্মী ও ছাত্রছাত্রীরা।
র্যালির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে স্ট্রোকের লক্ষণ, প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত সঠিক চিকিৎসা পেলে স্ট্রোকজনিত মৃত্যু ও অক্ষমতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

