মুখ্যমন্ত্রীর হাত ধরে ৪৮৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর:
রাজ্যের জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। আজ সিপাহীজলা জেলার পেকোয়ারজলা এডিসি ভিলেজে গোলাঘাটি মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় অংশ নিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা।

তিনি বলেন, “রাজ্যের সকল জনজাতি গোষ্ঠীর সার্বিক কল্যাণের সংকল্প নিয়ে আমরা কাজ করে চলেছি। ইতিমধ্যেই সমাজপতিদের সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে। ভাজপা একমাত্র রাজনৈতিক দল যারা রাজ্যে মহারাজাদের প্রকৃত সম্মান দিয়েছে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় পরিচালিত চলমান উন্নয়ন কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়ে রাজ্যের জনজাতি সমাজের মানুষ দ্রুতগতিতে বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছেন। এটি তাঁদের ভরসা ও বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন তিনি।

এই অনুষ্ঠানে মোট ৪৮৭ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি সমাজের উন্নয়নের মাধ্যমে রাজ্যের সামগ্রিক অগ্রগতি সম্ভব এবং সেই লক্ষ্যেই সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যের জনজাতি সমাজের সর্বাঙ্গীন উন্নয়ন ও শ্রীবৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টির সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকাশ মডেলে অনুপ্রাণিত হয়েই আজ রাজ্যের মানুষ বিজেপির প্রতি আস্থা রাখছেন। বিভাজনের রাজনীতি নয়, জাতি ও জনজাতির ঐক্যবদ্ধ উন্নয়নের মাধ্যমেই গড়ে উঠবে ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা।’”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জননেতা, বিজেপির জেলা ও মণ্ডল নেতৃত্বসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। যোগদানকারীদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।