কর্নাটক কংগ্রেসে নেতৃত্ব পরিবর্তন নিয়ে গুঞ্জন: “হাই কমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত,” দাবি নেতাদের

বেঙ্গালুরু, ২৭ অক্টোবর : কর্নাটক কংগ্রেসে নেতৃত্ব পরিবর্তন নিয়ে একবার আবার জল্পনা তুঙ্গে উঠেছে, তবে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা সোমবার ওই সমস্ত গুঞ্জনকে অস্বীকার করেছেন এবং জানিয়েছেন যে, নেতৃত্বের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হাই কমান্ডেরই হবে।

কর্ণাটকের গৃহমন্ত্রী জি পারমেশ্বরা কংগ্রেস বিধায়ক চ্যালাভাদি নারায়ণস্বামীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন যে, তার দলিত পরিচয়ে তিনি মুখ্যমন্ত্রীর পদ পেতে বঞ্চিত হয়েছেন, সেদিকে তিনি কোনো মনোযোগ দেননি। “আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। মানুষ তাদের মতামত দিবে, আমরা এসবের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন দেখি না,” বলেন পারমেশ্বরা।

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, “একটি গণতন্ত্রে, কেউ কাউকে মুখ্যমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দিতে পারে না। তাদের অধিকার রয়েছে সেই পদে প্রতিদ্বন্দ্বিতা করার। কিন্তু শেষ পর্যন্ত, হাই কমান্ডই সিদ্ধান্ত নেবে কে মুখ্যমন্ত্রী হবে।” তিনি আরও বলেন, “আমি কতদিন মুখ্যমন্ত্রী থাকব, সেটা পার্টির নেতৃত্বের ওপর নির্ভর করবে।”

ডেপুটি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও সিদ্দারামাইয়ার সঙ্গে একমত হয়ে বলেন, “মুখ্যমন্ত্রী যা বলেছেন, তাতেই আর কিছু বলার নেই। আমরা যেভাবে হাই কমান্ড নির্দেশ দেবে, সেভাবেই কাজ করব।”

তবে, সিদ্দারামাইয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং সম্প্রতি মন্ত্রী হিসেবে বরখাস্ত হওয়া বিধায়ক কেএন রাজন্না এক ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি বলেন, “বিহার বিধানসভা নির্বাচন ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কিছুই হবে না। যদি হাই কমান্ড সিদ্দারামাইয়াকে মন্ত্রিসভা পুনর্গঠন করতে অনুমতি দেয়, তবে তিনি অব্যাহত থাকবেন। আর যদি না হয়, তাহলে রাজনৈতিক ঘটনা ঘটতে বাধ্য। এটি আমার ধারণা, কেউ আমাকে কিছু বলেনি।”

যদিও কংগ্রেস নেতৃত্ব দলীয় ঐক্য বজায় রাখতে এবং হাই কমান্ডের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলেছেন, রাজন্নার মন্তব্য আবারও কর্নাটকের রাজনৈতিক দৃশ্যে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।