নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর:
এস আই আর -এর মাধ্যমে গরিব পিছিয়ে পড়া মানুষের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। আজ খোয়াইয়ে এক যোগদান সভায় এমন অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
আজ খোয়াই কংগ্রেস ভবনে যোগদান সভা অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত যোগদান সভায় খোয়াই মহকুমার আশারামবাড়ি বিধানসভা কেন্দ্র, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র এবং খোয়াই বিধানসভা কেন্দ্র মোট তিনটি বিধানসভা কেন্দ্রের জনজাতি সহ বিভিন্ন সম্প্রদায়ের ২৬ পরিবারের ১৩৪ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন। নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, নির্বাচন কমিশন কে ব্যবহার করে এস আই আর এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এস আই আর এর মাধ্যমে বিশেষ করে গরিব পিছিয়ে পড়া মানুষের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। কেননা তারা নিজেদের বৈধ কাগজপত্র সম্পর্কে ততটা সচেতন নয়। আইনি জটিল প্রক্রিয়াগুলি সম্পর্কে তারা অবগত নন। সেই সুযোগকে কাজে লাগিয়েই গরীব অংশের জনগণের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

