নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর:
বাবার হাতে খুন হল ১৩ বছরের অনুপম দাস। অষ্টম শ্রেণীর ছাত্র ছিল সে। গলায় বেল্ট দিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে খুন করে রাবার বাগানে ফেলে রেখেছে বাবা শিমুল দাস। পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনায় উত্তেজনা দেখা দেয় নলছড়ের কেমতলী বৈদ্যমুড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মেলাঘর থানার পুলিশ।
ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে, স্থানীয় রাবার বাগান থেকে অনুপম দাসের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহের পাশেই বেল্ট উদ্ধার হয়েছে। সেই বেল্ট দিয়ে শ্বাসরুদ্ধ করেই অনুপমকে খুন করেছে তার বাবা বলে ধারণা পুলিশের। ঘটনার পর অভিযুক্ত পলাতক থাকলেও পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কি কারনে নিজের ছেলেকে খুন করেছে অভিযুক্ত সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।

