আগরতলা, ২৭ অক্টোবর : রাজ্যে বাঙালিদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দাবিতে সরব হয়েছে আমরা বাঙালি রাজ্য কমিটি। আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট সাত দফা দাবিপত্র সম্বলিত একটি ডেপুটেশন প্রদান করে সংগঠনের নেতৃত্বরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে রাজ্যে বাঙালিদের ওপর একাধিক আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিক বৈষম্যের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ বাঙালি জনগণের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে দাবি তাদের।
ডেপুটেশনে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে, রাজ্যে বসবাসরত বাঙালিদের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ, বাঙালি সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার রোধ, গ্রামীণ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ পুলিশ টহল সহ সাত দফা দাবি জানিয়েছেন তাঁরা।
তাঁরা জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দিয়ে জানান, প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।

