অস্থিরতা সৃষ্টি করে কেউ লক্ষ্যে পৌঁছাতে পারবেনা: মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর:
অস্থিরতা সৃষ্টি করে কেউ লক্ষ্যে পৌঁছাতে পারবেনা। আজ আগরতলায় একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান শেষে এক সাক্ষাৎকারে এ কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

বাণিজ্যিক প্রতিষ্ঠান হলেও রক্তদানের মধ্যেমে সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে জুয়েল এন্টারপ্রাইজ । রবিবার দিনেও তার ব্যতিক্রম ছিল না। এদিন জুয়েল এন্টারপ্রাইজের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রি সুশান্ত চৌধুরী, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার এবং বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।

রক্তদান শিবিরে আলোচনা করতে গিয় জুয়েল এন্টারপ্রাইজ বাণিজ্যিক সংস্থার এই ধরনের মহৎ অনুষ্ঠানের প্রশংসা করেন। রক্তদান অনুষ্ঠান শেষে এক সাক্ষাৎকারে মন্ত্রী সুশান্ত বলেন অস্থির পরিবেশ সৃষ্টি করে কেউ লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আগের ভারতবর্ষ নেই। বর্তমান মোদিজীর ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। তাই অগণতান্ত্রিক ধ্যান-ধারণা নিয়ে যারা চলছেন তাদের সেই সমস্ত ধ্যান-ধারণা পাল্টে গণতান্ত্রিক ধ্যান ধারণায় সামিল হওয়ার পরামর্শ দেন।
____________