“আমি সেটা করে দেখিয়েছি”: ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব আবারও দাবি ট্রাম্পের

ওয়াশিংটন, ২৬ অক্টোবর : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে, তাঁর মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে “সম্পূর্ণ ও তাৎক্ষণিক” যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল। এশিয়া সফরে রওনা হওয়ার আগে এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি সেটা করে দেখিয়েছি। আরও অনেক জায়গায় করেছি। আপনি যদি ভারত ও পাকিস্তানের দিকেও তাকান — আমি বলতে পারি, যেকোনো একটিই রাশিয়া-ইউক্রেন সংঘাতের চেয়ে কঠিন মনে হয়েছিল, কিন্তু তা হয়নি। রাশিয়া-ইউক্রেন সবচেয়ে কঠিন সংঘাত।” ট্রাম্পের দাবি, তাঁর নেতৃত্বে ও ওয়াশিংটনের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন যে তাঁর “শুল্কের হুমকি”ই বিশ্বজুড়ে আটটি বড় সংঘাত নিরসনে সহায়ক হয়েছে।

তবে ভারত সরকার ট্রাম্পের এই দাবি একাধিকবার প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে দুই দেশের সরাসরি আলোচনার ফলাফল, এতে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না।

রুশ তেল আমদানি নিয়ে ট্রাম্প আরও দাবি করেন যে ভারত চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তাঁর বক্তব্য অনুযায়ী, “ভারত পুরোপুরি কমিয়ে আনছে। আমি শি জিনপিংয়ের সঙ্গে চীনের রুশ তেল কেনা নিয়েও কথা বলব।” এর আগেও তিনি দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বস্ত করেছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তবে ভারত সরকার জানিয়েছে, এমন কোনো চুক্তি হয়নি এবং ভারতের অগ্রাধিকার রয়ে গেছে ভোক্তাদের স্বার্থ রক্ষা করা।

এছাড়া ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কোনও অগ্রগতি না হলে তিনি আসিয়ান সম্মেলনের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন না। তাঁর ভাষায়, “আমি আমার সময় নষ্ট করতে চাই না। আমাদের সম্পর্ক ভালো, কিন্তু বিষয়টা হতাশাজনক। আমি ভেবেছিলাম এটা মধ্যপ্রাচ্যের শান্তির আগেই সমাধান হবে। আজারবাইজান ও আর্মেনিয়ার ক্ষেত্রেও আমরা সেটা করে দেখিয়েছি। পুতিন নিজেই আমাকে বলেছিলেন, ‘অসাধারণ কাজ।’”

মালয়েশিয়া সফর শেষে ট্রাম্প জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাবেন। কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করবেন, যাতে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ আরও না বাড়ে।