কৈলাসহরে ঠিকাদারের প্ল্যান্টে দুষ্কৃতিকারীদের হামলা, আগুনে পুড়ল যন্ত্রাংশ

আগরতলা, ২৫ অক্টোবর : কৈলাসহর পাইতুর বাজার এলাকার ঠিকাদার আব্দুল মান্নানের শিঙ্গারবিলস্থিত প্ল্যান্টে দুষ্কৃতিকারীদের হামলার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ঠিকাদার মান্নান জানান, গতকালরাতে গোপন সূত্রে খবর পান যে কিছু দুষ্কৃতিকারী তার প্ল্যান্টে হামলার পরিকল্পনা করছে। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করেন। পুলিশ রাত প্রায় বারোটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তবে অজ্ঞাত কারণে কিছু সময় পর পুলিশ ঘটনাস্থল থেকে সরে যায়। এরপরই দুষ্কৃতিকারীরা প্ল্যান্টে হামলা চালিয়ে নৈশ প্রহরীকে মারধর করে এবং মেশিনে আগুন ধরিয়ে দেয়। এতে প্ল্যান্টের মূল মেশিন ও পেপার মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়।

ঠিকাদার মান্নান জানান, এর আগেও একাধিকবার তার পেপার মেশিনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এমনকি তার বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এই হামলার সঙ্গে যুক্ত তা এখনও পর্যন্ত জানা যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।