ভিপি রাধাকৃষ্ণন সেশেলসের নির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন

নতুন দিল্লি, ২৪ অক্টোবর: ভারতের উপ রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন ২৬ অক্টোবর থেকে দুই দিনের সফরে সেশেলস যাচ্ছেন। ভারতের পক্ষ থেকে তিনি সেশেলসের নির্বাচিত রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি-র শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেশেলস সরকারের আমন্ত্রণে এই সফরে উপ রাষ্ট্রপতি রাধাকৃষ্ণন হারমিনিকে ভারতের শুভেচ্ছা জানান এবং দুই দেশের দীর্ঘস্থায়ী, ঘনিষ্ঠ ও পরীক্ষিত সম্পর্ককে পুনর্ব্যক্ত করবেন।

বিদেশ মন্ত্রণালয়ের শুক্রবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সেশেলস ভারতের ভিশন মহাসাগরএবং গ্লোবাল সাউথে ভারতের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর ভারতের প্রতিশ্রুতি আরও দৃঢ় ও সম্প্রসারণের প্রমাণ। ভারতের সাথে সেশেলসের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল বৈশিষ্ট্য হলো ইতিহাসভিত্তিক সংযোগ এবং সেশেলসের নিরাপত্তা ক্ষেত্রে ভারতের ধারাবাহিক সহায়তা। দুই দেশের সম্পর্ক বন্ধুত্ব, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে।

বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, ১৭৭০ সালে পাঁচজন ভারতীয় সেশেলসে পৌঁছায়, যাঁরা প্রাথমিকভাবে চাষের শ্রমিক হিসেবে এসেছিলেন। সঙ্গে ছিলেন সাতজন আফ্রিকান দাস এবং ১৫ জন ফরাসি ঔপনিবেশিক, যাঁদেরই রেকর্ড অনুযায়ী দ্বীপপুঞ্জের প্রথম বসবাসকারীরা হিসেবে বিবেচনা করা হয়।

সেসেলসের স্বাধীনতা ১৯৭৬ সালে লাভের পর ভারত এবং সেশেলসের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ২৯ জুন ১৯৭৬-এ সেশেলস স্বাধীনতা লাভের দিনে ইনডিয়ান নেভাল শিপ নীলগিরি-র একটি দল স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেয়। ১৯৭৯ সালে ভিক্টোরিয়ায় ভারতীয় মিশন প্রতিষ্ঠিত হয়, উচ্চায়ুক্ত হাই কমিশনার দার-এস-সালাম থেকে নিযুক্ত ছিলেন এবং একই সময়ে সেশেলসের প্রতি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। প্রথম স্থায়ী হাই কমিশনার নিযুক্ত হন ১৯৮৭ সালে। সেশেলস ২০০৮ সালের শুরুতে নিউ দিল্লিতে স্থায়ী মিশন খোলে।

২০১৫ সালের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেশেলস সফরের সময়, ৩৪ বছরের মধ্যে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে, চারটি গুরুত্বপূর্ণ চুক্তি/মেমোরেন্ডাম স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে কোস্টাল সার্ভেইল্যান্স রাডার সিস্টেম প্রকল্পের উদ্বোধন, সেশেলসকে দ্বিতীয় ডর্নিয়ার বিমান উপহার দেওয়ার ঘোষণা এবং সেশেলস নাগরিকদের জন্য ভারতে তিন মাসের বিনামূল্যে ভিসা সুবিধা।