বিহার বিধানসভা নির্বাচন: দ্বিতীয় দফায় ৭০ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেন

পাটনা, ২৪ অক্টোবর : বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ শেষ হওয়ার পর মোট ৭০ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। শুক্রবার ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৮টি জেলায় মোট ১২২টি আসনে ভোট গ্রহণ হবে এই পর্বে।

মনোনয়ন দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছিল ১৩ অক্টোবর এবং শেষ হয় ২০ অক্টোবর। বৃহস্পতিবার বিকেল ৫টায় মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমা শেষ হয়। মোট ১,৭৬১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যার মধ্যে যাচাই-বাছাইয়ের সময় ৩৮৯টি মনোনয়ন বাতিল করা হয়। যাচাইয়ের পর ১,৩৭২টি মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়। এরপর ৭০ জন প্রার্থী প্রত্যাহার করায় এখন দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১,৩০২ জন প্রার্থী।

জেলা অনুযায়ী বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ১০ জন প্রার্থী কিষাণগঞ্জে মনোনয়ন প্রত্যাহার করেছেন। আরারিয়া জেলায় ৭ জন, আর পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, মধুবনী, কাটিহার ও রোহতাসে ৫ জন করে প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

গয়া ও নওয়াদায় ৪ জন করে, আর সিতামারহি, ভাগলপুর, বাঁকা, জেহানাবাদ ও ঔরঙ্গাবাদে ৩ জন করে প্রার্থী নাম প্রত্যাহার করেছেন। শেওহার, সুপৌল, পূর্ণিয়া, অরওয়াল ও জামুইতে ১ জন করে প্রার্থী সরে দাঁড়িয়েছেন। কাইমুর জেলায় কোনও প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

এদিকে, নির্বাচনের লড়াই ক্রমেই স্পষ্ট হচ্ছে—একদিকে মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ, অন্যদিকে বিরোধী মহাজোট। সম্প্রতি আসন বণ্টন ও নেতৃত্ব সংক্রান্ত মতভেদ মিটিয়ে মহাজোট তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছে। এছাড়া বিকাশশীল ইনসান পার্টির নেতা মুকেশ সহানীকে নির্বাচনের পর জোট সরকার গঠন হলে উপ-মুখ্যমন্ত্রীদের একজন হিসেবে মনোনীত করার ঘোষণা দেওয়া হয়েছে।

দুই শিবিরই নির্বাচনী কৌশল ও প্রচার কার্যক্রম জোরদার করেছে। ফলে আগামী কয়েক সপ্তাহে বিহারে জমজমাট রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট।