সুবলায়ায় ১২ ঘণ্টার বন্ধ: এনএসি মর্যাদা প্রত্যাহারে বিক্ষোভ, থমকে গেল দোকান-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান

সোনেপুর, ২৪ অক্টোবর : রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সুবলায়া। এলাকাটিকে এনএসি (নোটিফায়েড এরিয়া কাউন্সিল) হিসেবে ঘোষণা না করায় আজ ১২ ঘণ্টার বন্ধের ডাক দেয় সুবলায়া এনএসি অ্যাকশন কমিটি। সকাল থেকে বন্ধের প্রভাব পড়েছে শহরজুড়ে—দোকানপাট, বাজার, স্কুল-কলেজ ও যানবাহন চলাচল কার্যত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কেবলমাত্র জরুরি পরিষেবা চালু রয়েছে।

অভিযোগ, আগের রাজ্য সরকার সুবলায়াকে এনএসি হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু নতুন প্রশাসন সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয়। এতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ফের এনএসি মর্যাদা ফিরিয়ে আনার দাবিতে রাস্তায় নেমেছেন।

শুক্রবার সকাল থেকেই বিক্ষোভকারীরা বিভিন্ন মোড়ে স্লোগান দিতে থাকেন এবং অবরোধ গড়ে তোলেন। শহরের প্রধান বাজার, সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বন্ধের প্রভাব দেখা গেছে।

অ্যাকশন কমিটির নেতারা জানিয়েছেন, সরকার যদি দ্রুত সুবলায়ার এনএসি মর্যাদা পুনর্বহাল না করে, তবে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা।

প্রশাসন শান্তি বজায় রাখার আহ্বান জানালেও স্থানীয়দের ক্ষোভ এখনও প্রশমিত হয়নি।