মুম্বাই, ২২ অক্টোবর: এয়ার ইন্ডিয়ার মুম্বাই থেকে নিউয়ার্কগামী ফ্লাইট এআই-191 বুধবার ভোররাতে মাঝ আকাশ থেকে ফিরতে বাধ্য হয়। বিমানে একটি সম্ভাব্য প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় পাইলট সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মুম্বাই এয়ারপোর্টে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
ফ্লাইটটি রাত ১টা ১৫ মিনিটে মুম্বাই থেকে উড়ান শুরু করে এবং সকাল ৫টা ৩০ মিনিট নাগাদ নিরাপদে ফিরে আসে।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, “মুম্বাই থেকে নিউয়ার্কগামী ফ্লাইট এআই-191-এর ক্রুরা এক সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যার কারণে সতর্কতামূলকভাবে ফিরে আসেন। বিমানটি মুম্বাইতে নিরাপদে অবতরণ করেছে এবং বর্তমানে প্রয়োজনীয় পরিদর্শন ও পরীক্ষা চলছে।”
এই ঘটনার ফলে এআই-191-সহ নিউয়ার্ক থেকে মুম্বাই ফেরার ফ্লাইট এআই-144-ও বাতিল করা হয়। এতে বহু যাত্রীর যাত্রাপথে বিঘ্ন ঘটে।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বাইয়ে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের বিকল্প ফ্লাইটে বুকিং করে দেওয়া হয়েছে—চাই তা এয়ার ইন্ডিয়ার হোক বা অন্য সংস্থার।
নিউয়ার্কে থাকা এআই-144-এর যাত্রীদেরও বাতিল ফ্লাইটের বিষয়ে অবহিত করা হয়েছে এবং তাদেরও যত দ্রুত সম্ভব বিকল্প ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগে মিলান থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট একটি ‘বিস্তৃত প্রযুক্তিগত প্রয়োজনীয়তার’ কারণে বাতিল হয়, যার জেরে শতাধিক যাত্রী দীপাবলির কয়েকদিন আগেই বিমানবন্দরে আটকে পড়েন।
এছাড়াও, চলতি মাসের শুরুতেই ভিয়েনা থেকে দিল্লিগামী একটি ফ্লাইট মাঝপথে প্রযুক্তিগত ত্রুটির কারণে দুবাইয়ে অবতরণ করে। পরে সব পরীক্ষা-নিরীক্ষার পর ফ্লাইটটি দিল্লির উদ্দেশে রওনা দেয়।
বারে বারে প্রযুক্তিগত সমস্যায় পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ তৈরি হচ্ছে। বিশেষত, উৎসবের মরশুমে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছে।

