কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিনে প্রধানমন্ত্রী মোদী-সহ শীর্ষ নেতাদের শুভেচ্ছা বার্তা

নয়াদিল্লি, ২২ অক্টোবর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতারা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এক্স’ পোস্টে লেখেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তাঁর নিষ্ঠা ও পরিশ্রমী স্বভাবের জন্য তিনি সর্বত্র প্রশংসিত। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করতে এবং প্রতিটি নাগরিককে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জীবনযাপন নিশ্চিত করতে তিনি প্রশংসনীয় কাজ করেছেন। আমি তাঁর দীর্ঘ ও সুস্বাস্থ্যপূর্ণ জীবনের প্রার্থনা করি।”

বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও ‘এক্স’-এর মাধ্যমে অমিত শাহকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সহকারিতা মন্ত্রী অমিত শাহকে আমার এবং বিজেপির সমস্ত কর্মীদের পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জনসেবামূলক জীবন, নিষ্ঠা এবং সাংগঠনিক দক্ষতা এক অনন্য দৃষ্টান্ত। নকশালবাদ নির্মূলে আপনার দৃঢ়তা দেশকে এক নির্ধারক পথে নিয়ে গেছে। আপনি দলের বিস্তার ও আদর্শের প্রসারে অভাবনীয় ভূমিকা পালন করেছেন। আমি ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, “আমাদের মন্ত্রিসভার সহকর্মী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের হৃদয়পূর্ণ শুভেচ্ছা। পরিশ্রমী ও দৃঢ়প্রতিজ্ঞ অমিত শাহ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করছেন। ঈশ্বর তাঁর দীর্ঘায়ু এবং উত্তম স্বাস্থ্য দান করুন, এই কামনা করি।”

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর শুভেচ্ছা বার্তায় লেখেন, “জনপ্রিয় রাজনীতিক, দক্ষ সংগঠক ও কৌশলী পরিকল্পক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। ঈশ্বর আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও গৌরবময় জীবন দান করুন।”

অমিত শাহ বর্তমানে দেশের নিরাপত্তা ও প্রশাসনিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুখ। জন্মদিনে কেন্দ্রীয় নেতৃত্বের এমন একগুচ্ছ শুভেচ্ছা বার্তা তাঁর রাজনৈতিক গুরুত্ব ও অবদানের প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।