আগরতলা, ২২ অক্টোবর : জনজাতিদের ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এত ভয় ভীতি উপেক্ষা করেও জনগণ বিজেপিতে আসতে চাইছেন। সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে। সাধারণ মানুষের অসুবিধা করে জনজাতিদের বিভ্রান্ত করার জন্য এই বনধ ডাক দেওয়া হয়েছে। আগামীকাল সরকার বনধের সমর্থন করবে না। আজ এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
সাত দফা দাবিকে সামনে রেখে তিপ্রাসা সিভিল সোসাইটির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যে ২৪ ঘণ্টার বনধের আহ্বান জানানো হয়েছে। এই বনধের নেতৃত্বে রয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। তবে, এই বনধের বিরোধিতায় স্পষ্ট অবস্থান নিয়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এভাবে রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করা যাবে না। কিছু লোক সংবাদমাধ্যমের আলোয় আসার জন্য এই ধরনের কর্মসূচি নিচ্ছে, যাতে দেশের সামনে ত্রিপুরাকে উদ্বেগজনক রাজ্য হিসেবে তুলে ধরা যায়। কিন্তু এতে কোনও লাভ হবে না।
তিনি আরও জানান, সরকার রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। ত্রিপুরার উন্নয়ন ও শান্তি নষ্ট করার চেষ্টা করা হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে। তিনি আরো বলেন, জনজাতিদের ভয়-ভীতি প্রদর্শন করার জন্য চেষ্টা করছে একাংশ। কিন্তু কোন লাভ হবে না। ভয় ভীতি উপেক্ষা করে সরকারের উন্নয়নমূলক প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হতে দেখে জনজাতিরা বিজেপির সঙ্গে আসতে চাইছে। তাই জনজাতিদের সমর্থন বিজেপির সঙ্গে রয়েছে বলেই এদিন দাবি করলেন মুখ্যমন্ত্রী।

