গোরখপুর, ২২ অক্টোবর: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোবর্ধন পূজার পবিত্র দিনে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের কামনা করে বলেন, এই পূজা গোপালকৃষ্ণের কৃপা এবং প্রকৃতি রক্ষার প্রতীক। মুখ্যমন্ত্রী বুধবার গোরখপুরের গোরক্ষনাথ মন্দিরে অবস্থিত গোশালায় ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী গোবর্ধন পূজায় অংশ নেন। তিনি গোমাতার পূজা করেন এবং তাঁদের গুড় ও চারা খাইয়ে পূজার পর্ব সম্পন্ন করেন।
এক্স-এ নিজের পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “গোবংশ সংরক্ষণ ও প্রকৃতি রক্ষার জনকল্যাণমুখী সংকল্পের পবিত্র প্রকাশ ‘গোবর্ধন পূজা’-র এই শুভ দিনে সকল ভক্ত ও রাজ্যবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।” তিনি আরও লেখেন, “ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও স্বাস্থ্য বিরাজ করুক।” মুখ্যমন্ত্রী গোবর্ধন পূজার আধ্যাত্মিক এবং পরিবেশগত গুরুত্ব তুলে ধরে বলেন, “গোমাতা আমাদের বিশ্বাস ও সংস্কৃতির মূল স্তম্ভ। তাঁরা পরিবেশ, প্রকৃতি ও ঐতিহ্যের ধারক। আজ গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণের গোশালায় গোমাতার সেবার মাধ্যমে সেই চেতনারই প্রতিফলন ঘটেছে।”
প্রসঙ্গত, গোবর্ধন পূজা কার্তিক মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথিতে অনুষ্ঠিত হয়, যা দীপাবলির পরদিন পালিত হয়। এই দিনে ভগবান কৃষ্ণ, গোবর্ধন পর্বত এবং গোমাতার পূজা করা হয়। এটি ভক্তদের জন্য কৃতজ্ঞতা, বিশ্বাস এবং প্রকৃতি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

