দানবমুক্ত হবে পশ্চিমবঙ্গ: বিপ্লব

আগরতলা, ২১ অক্টোবর: পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত মানবতা ভূলন্ঠিত হচ্ছে। বর্তমানে বাংলা নৈরাজ্যে চলছে। আগামী নির্বাচনে দানবমুক্ত হবে পশ্চিমবঙ্গ। আজ
আগরতলার ইন্দ্রনগরস্থিত জয় মা কালী সন্তান সংঘ কালী মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন সাংসদ। পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি তৃণমূল নেতৃত্বের কড়া সমালোচনা করে বলেন, বাংলায় সাধারণ মানুষের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে। উন্নয়ন থমকে আছে, দুর্নীতি চরমে পৌঁছেছে। বিজেপির নেতৃত্বে আগামী দিনে বাংলায় প্রকৃত গণতন্ত্র ফিরবে।

তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রীর ব্যাক্তিগত নামের সাথে বাস্তবতার কোনো মিল নেই।তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রীর স্বভাব দানবের মতো। পশ্চিমবঙ্গকে দানবমুক্ত করতেই হবে। বিজেপি সে লক্ষ্যেই এগোচ্ছে। দানবের মতো আচরণ করে বেশিদিন কেউ ক্ষমতায় থাকতে পারে না। সময় এলেই মানুষ জবাব দেবে।