উদয়পুর, ১৮ অক্টোবর: আসন্ন দীপাবলি উৎসবকে কেন্দ্র করে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে রাজ্য সরকার টিএসআর (ত্রিপুরা স্টেট রাইফেলস) মোতায়েনের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী শনিবার টিএসআর-এর একটি বাহিনীকে নিয়ে আসা হয় উদয়পুর ধ্বজনগর পুলিশ লাইন এলাকায়। কিন্তু সেখানে ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা যার ফলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও উত্তেজনা।
প্রত্যক্ষদর্শীদের মতে, টিএসআর কর্মী বহনকারী একটি বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ে চার নম্বর রেশন দোকানের ভেতর। ওই দোকানের মালিক সমর চন্দ্র দেবনাথ সে সময় দোকানে উপস্থিত না থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান। দুর্ঘটনার সময় দোকানটি ছিল বন্ধ, তবে এতে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সমর বাবু।
দোকান মালিকের অভিযোগ, গাড়িটি ঢুকে পড়ার ফলে দোকানের চাল, ডাল, চিনি, আটা সহ অন্যান্য রেশন সামগ্রী নষ্ট হয়েছে। কাঠের আলমারি, তাক ও দরজার ব্যাপক ক্ষতি হয়েছে।
ঘটনার পরপরই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। টিএসআর বাহিনীর গাড়ির এমন বেপরোয়া চালনার তীব্র নিন্দা করেন তাঁরা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর থানার পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও উত্তেজিত জনতাকে শান্ত করে।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দীপাবলির আগে যদি এমন দুর্ঘটনা ঘটে, তাহলে টিএসআর বাহিনীর গতিবিধি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁরা টিএসআর বাহিনীর গাড়ি চালকদের আরও প্রশিক্ষণ ও দায়িত্বশীল আচরণের দাবি তুলেছেন।
এই ঘটনায় একদিকে যেমন টিএসআর-এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে দীপাবলি উপলক্ষে শহরে টিএসআর মোতায়েন ঘিরে মানুষের মধ্যে একধরনের ভীতিও তৈরি হয়েছে।
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও, এই দুর্ঘটনা উদয়পুরে টিএসআর এর আচরণ ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন করে নজর দেওয়ার প্রয়োজনীয়তা স্পষ্ট করে তুলেছে।

