জিরানিয়া ফেন্সিডিল কাণ্ডে নয়া মোড়, পুনরুদ্ধার আরও এসকফের বোতল

আগরতলা, ১৮ অক্টোবর: জিরানিয়া রেলস্টেশনে কোটি কোটি টাকার কফ সিরাপ (এস্কফ) উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে। আজ উদ্ধার হল আরও প্রচুর এসকফের বোতল। অভিযোগ, দিনভর পুলিশের চাপানোত্তরের পর অবশেষে খোলা হল এসকফের প্যাকেটগুলো।

সূত্রের খবর, আজ জিরানিয়ায় স্থানীয় একটি গোডাউনে রাখা ছিল কয়েকটি বড় বস্তা। সেগুলির উপরিভাগে ছিল ওয়ান টাইম প্লেট ও পুরনো ডেকোরেশনের কাপড়। তবে ভিতরে গচ্ছিত ছিল চোরাচালানযোগ্য কফ সিরাপের বোতল ভর্তি কার্টুন। এই ঘটনাকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে জিরানিয়া এলাকা। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, এরকম বড় মাপের চালান কীভাবে রেলস্টেশন হয়ে শহরে প্রবেশ করল, এবং এতদিন তা কীভাবে লুকিয়ে রাখা সম্ভব হল?

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। বস্তুত, এত বড় মজুদের পেছনে স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশ রয়েছে কি না তা খতিয়ে দেখা শুরু করেছে একাংশ। এদিকে গোটা চক্রের খোঁজে তদন্ত চলছে। চোরাচালান চক্রের পেছনে থাকা মূল হোতাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।