ঠিকাদারদের বিস্ফোরক অভিযোগে প্রশাসনিক মহলে তোলপাড়, ২০ শতাংশ কমিশন দাবি নিয়ে উত্তেজনা

কৈলাসহর, ১৭ অক্টোবর : ত্রিপুরার প্রশাসনিক মহলে ফের চাঞ্চল্য দেখা দিয়েছে। ঊনকোটি জেলা ঠিকাদার সংঘের বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজ্যের প্রশাসনিক অঙ্গন। অভিযোগ, জল সম্পদ বিকাশ দপ্তরের ডিভিশন-৬-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা ২০ শতাংশ কমিশন না দিলে ঠিকাদারদের বিল আটকে রাখছেন।
বুধবার কৈলাসহর থানায় ডেপুটেশন জমা দেওয়ার পর ঊনকোটি কলাক্ষেত্রে এক সাংবাদিক সম্মেলনে ঠিকাদার সংঘের নেতারা এই অভিযোগ আনেন। এদিন উপস্থিত ছিলেন ভাস্কর রায়, অজিত আচার্য, দীপেন্দ্র মালাকার, বিমলেন্দু পাল, সুব্রত ঘোষ ও প্রশান্ত সরকার — সরকারি টাকার দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনেন।

সংঘের অন্যতম নেতা ভাস্কর রায় বলেন, “যে কর্মচারী কমিশন দাবি করেন, তিনি শুধু দপ্তরের ভাবমূর্তি নয়, গোটা রাজ্যের সম্মান ক্ষুণ্ণ করছেন।” ঠিকাদার সংঘের দাবি, অভিযুক্ত ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা নিজের স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা হামলার নাটক সাজিয়ে প্রশাসন ও মন্ত্রীর নাম ব্যবহার করছেন।

সংঘের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার সময় সীমা বেঁধে দিয়ে জানানো হয়েছে, ইঞ্জিনিয়ার যদি নিজের বক্তব্যের প্রমাণ দিতে ব্যর্থ হন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অভিযোগ আরও উঠেছে, দুর্গাপূজার আগে রাজ্য সরকার কৈলাসহর ডিভিশনে যে ১২ কোটি টাকা বরাদ্দ করেছিল, তার এক পয়সাও ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়নি।

রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, এই অভিযোগ রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এখন রাজ্যবাসীর চোখ মুখ্যমন্ত্রীর দিকে, তদন্তেই নির্ধারিত হবে, প্রকৃত দোষী কে — ইঞ্জিনিয়ার, না ঠিকাদার সংঘের অভিযোগকারীরা।