পুতিন-ট্রাম্প ফোনালাপ: ইউক্রেন সংকটের সমাধানে রাশিয়ার আগ্রহ, হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি

রাশিয়া, ১৭ অক্টোবর :
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংকটের একটি রাজনৈতিক সমাধানে মস্কো এখনও প্রস্তুত রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক গোপন ফোনালাপে এ মন্তব্য করেন তিনি। আলোচনার বিষয়বস্তু গণমাধ্যমে প্রকাশ না করার নির্দেশ দিয়েছে ক্রেমলিন।

জানা গেছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য পুতিন শিগগিরই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন। এই বৈঠক আগামী দুই সপ্তাহের মধ্যেই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগের দিনই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

ক্রেমলিনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সম্ভাব্য শীর্ষ বৈঠকের আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে আলোচনা প্রয়োজন, যাতে আলোচনার কাঠামো নির্ধারণ করা যায়।

দিমিত্রি পেসকভ বলেন, এখনও অনেক প্রশ্ন রয়েছে, আলোচক দল নির্ধারণ করতে হবে, বিভিন্ন বিষয় প্রস্তুত করতে হবে। তবে উভয় প্রেসিডেন্টের সদিচ্ছা রয়েছে। তাই প্রক্রিয়াটি ধাপে ধাপে এগোবে।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, একটি নিরপেক্ষ স্থান নির্ধারণ করা হবে। আমি এবং প্রেসিডেন্ট পুতিন তখন বুদাপেস্টে মিলিত হবো, এই ‘অবমাননাকর’ যুদ্ধের অবসান ঘটানোর জন্য। আমি আগামীকাল প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবো, যেখানে পুতিনের সঙ্গে আমার কথোপকথন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তা সত্ত্বেও এই সম্ভাব্য বৈঠক আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। ওয়াশিংটন সূত্রে জানা গেছে, ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল সরবরাহের বিষয়টি নিয়ে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।