নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ অক্টোবর:
সকাল থেকে অপেক্ষা করতে করতে দুপুর হয়ে গেলেও চিকিৎসকের দেখা না পেলেন না রোগীরা। কৈলাসহরের দূর্গাপুর এলাকায় অবস্থিত জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে থেকে এমনটাই অভিযোগ উঠে এসেছে শুক্রবার। দূরদূরান্ত থেকে এসে সকাল প্রায় ১০ থেকে অপেক্ষা করছেন রোগীরা। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতে চললেও দেখা নেই চিকিত্সকের।
কৈলাসহরের জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র প্রতিবন্ধীদের জন্য সনাক্তকরণ, সার্টিফিকেট প্রদান, সহায়ক সরঞ্জাম বিতরণ, বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, অত্যাধুনিক ফিজিওথেরাপি, কৃত্রিম অঙ্গ সংযোজন ও অঙ্গ সঞ্চালনে সহায়ক যন্ত্রসংযোগসহ নানা ধরনের বিনামূল্যের সেবা প্রদান করে। কেন্দ্রের এই কার্যক্রমের জন্য ২০১৫ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি কেন্দ্রটিকে পুরস্কৃত করেছিলেন।
তবে বিগত কয়েক মাস ধরে জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র থেকে জেলার প্রতিবন্ধীরা সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসকরা নিয়মিতভাবে আসেন না। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা ঘন্টা পর ঘন্টা সময় ব্যয় করেও চিকিৎসকের দেখা পান না। রোগীর পরিজনদের অভিযোগ, প্রায়ই চিকিৎসকরা সময় মতো বা নিয়মিতভাবে কেন্দ্রে উপস্থিত হন না। এবিষয়ে কেন্দ্রের কর্মীদের জিজ্ঞাসা করলে তারাও মুখ খুলতে নারাজ।
স্থানীয়রা দাবি করছেন, এই কেন্দ্রটির সেবা পুনরায় স্বাভাবিক এবং কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিক, যাতে প্রতিবন্ধীরা আর চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। পাশাপাশি রোগী সহ তাদের পরিজনদের হয়রানির জন্য দায়ী স্বাস্থ্য আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হোক।

