খোয়াইয়ে গ্রামবাসীর সঙ্গে সীমান্তে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত, আহত দুই ভারতীয় গ্রামবাসী, তদন্ত শুরু পুলিশের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৫ অক্টোবর:
ত্রিপুরার খোয়াই জেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক গ্রামে বুধবার ভয়াবহ সংঘর্ষের ঘটনায় তিনজন অজ্ঞাতপরিচয় বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতরা গবাদি পশু চোরাকারবারির সঙ্গে যুক্ত বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনায় দুই ভারতীয় গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, খোয়াই জেলার চাম্পাহাওর থানার অন্তর্গত বিদ্যাবিল গ্রামের দুই বাসিন্দা সকালে সীমান্ত সংলগ্ন একটি রাবার বাগানে কাজ করতে যান। সেখানে তারা তিনজন সন্দেহভাজন বাংলাদেশিকে লুকিয়ে থাকতে দেখতে পান। সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে ওই তিনজন ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ আক্রমণ করে, ফলে দুই গ্রামবাসী আহত হন।

আহতরা কোনোভাবে পালিয়ে গিয়ে গ্রামে পৌঁছে ঘটনার কথা জানান। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা দল বেঁধে সীমান্ত এলাকায় ছুটে যান। সেখানে গিয়ে তারা তিন বাংলাদেশিকে ধরে ফেলে এবং সংঘর্ষের মধ্যে তাঁদের কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে।
খবর পেয়ে চাম্পাহাওর থানার পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তিনটি মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। আহত দুই ভারতীয় নাগরিককে বেহেলাবাড়ি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোয়াই জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র অফিসাররা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”