নয়াদিল্লি, ১৫ অক্টোবর: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারত মণ্ডপমে আন্তর্জাতিক রেল সরঞ্জাম প্রদর্শনী ২০২৫ -এর উদ্বোধন করলেন। এটি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে প্রদর্শনী। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে ১৫টিরও বেশি দেশের ৪৫০-র বেশি প্রদর্শক আধুনিক রেল ও মেট্রো প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই সমাধান প্রদর্শন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেলমন্ত্রী জানান, গত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রেল পরিষেবার আধুনিকীকরণে জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে প্রতি বছর ২ লক্ষ ৫৬ হাজার কোটি টাকা রেল খাতে বিনিয়োগ করা হচ্ছে, যা দ্রুত রেলের পরিকাঠামো উন্নয়নে সহায়ক। এই সময়কালে প্রায় ৩৫ হাজার কিলোমিটার নতুন রেলপথ নির্মিত হয়েছে এবং ৪৬ হাজার কিলোমিটারেরও বেশি রেলপথ বিদ্যুৎচালিত হয়েছে।
মন্ত্রী আরও জানান, ভারতীয় রেল এখন একটি বড় রপ্তানি কেন্দ্র হিসেবেও আত্মপ্রকাশ করছে। সম্প্রতি দেশে তৈরি একটি লোকোমোটিভ আফ্রিকার উদ্দেশে রপ্তানি করা হয়েছে।
এই উপলক্ষে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি-এর মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি বলেন, এই প্রদর্শনী ভারতের রেল প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতার শক্তি তুলে ধরছে। এছাড়াও, এই সম্মেলন বিশ্ব বিনিয়োগকারীদের সঙ্গে ভারতীয় শিল্পের অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়তা করবে।
প্রদর্শনীর তিন দিনব্যাপী আয়োজনে রেল মন্ত্রক ‘অমৃত ভারত’ ও ‘তেজস’ কোচ, ‘বন্দে ভারত’ ট্রেন, কলকাতা মেট্রো এবং ‘নমো ভারত’ ট্রেন প্রদর্শন করছে। এই মঞ্চ ভারতীয় নির্মাতাদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তাঁরা তাঁদের উদ্ভাবনী পণ্য বিশ্বদরবারে তুলে ধরতে পারবেন।

