‘মেরা বুথ সবসে মজবুত’ অভিযানে আজ বিহারে বুথস্তরের কর্মীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী, শুরু হচ্ছে নির্বাচনী প্রচার

নয়াদিল্লি/পাটনা, ১৫ অক্টোবর: বিহার বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের নির্বাচনী প্রচারকে আরও জোরদার করতে ‘মেরা বুথ সবসে মজবুত’ কর্মসূচির মাধ্যমে বুথস্তরের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের বুথস্তরের দলের কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করবেন। গত কয়েক মাস ধরেই এই উদ্যোগ চললেও আজকের অনুষ্ঠানটির মাধ্যমে বিহারে এনডিএ-র নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী এক্স-এ পোস্ট করে বলেন, বিহারে এনডিএ-র জয়ের জন্য দলের কর্মীরা উদ্যমের সঙ্গে কাজ করছেন এবং তাঁদের সঙ্গে মতবিনিময় সবসময়ই নতুন প্রেরণা দেয়। তিনি আরও জানান, নির্বাচিত কিছু কর্মীর সঙ্গে তিনি সরাসরি কথাও বলবেন এবং কর্মীদের থেকে প্রস্তাব ও মতামত চেয়েছেন।

এদিকে, এনডিএ জোট ইতিমধ্যেই আসন ভাগাভাগির চূড়ান্ত রূপরেখা প্রকাশ করেছে। বিজেপি ও জেডিইউ উভয়েই ১০১টি করে আসনে লড়বে। এছাড়া লোক জনশক্তি পার্টি (রামবিলাস) পাবে ২৯টি আসন এবং রাষ্ট্রীয় লোক মোর্চা ও হিন্দুস্তানী আওয়াম মোর্চা ৬টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে, যেখানে ৭১ জন প্রার্থীর নাম রয়েছে। এদের মধ্যে ৫০ জন বর্তমান বিধায়ক। বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং একাধিক রাজ্য মন্ত্রী আবারও নির্বাচনে লড়ছেন।

২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচন আগামী ৬ ও ১১ নভেম্বর দু’দফায় অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা হবে ১৪ নভেম্বর। প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচিকে ঘিরে রাজ্য বিজেপি-র মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলের আশা, তৃণমূল পর্যায়ে এই ধরনের সংযোগের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতিতে গতি আসবে এবং বুথস্তরে সংগঠনের ভিত আরও মজবুত হবে।