পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের শারীরিক খোঁজ নিতে হাসপাতালে গেলেন সাংসদ বিপ্লব

কলকাতা, ১৫ অক্টোবর: পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ হাসপাতালে যান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব।

হাসপাতালে পৌঁছে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শমীক ভট্টাচার্যের স্বাস্থ্যের উন্নতির বিষয়ে অবগত হন। পরে তিনি জানান, শমীকদার শারীরিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল। আমরা সকলেই ওনার দ্রুত আরোগ্য কামনা করছি।

বিপ্লব দেব আরও বলেন, আমি মাতা ত্রিপুরাসুন্দরীর চরণে প্রার্থনা করেছি, যেন শমীকদা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।