মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৫ অক্টোবর: বিপিএল কার্ডধারী পরিবারের সদস্য থেকে রাজ্যের অন্যতম সর্বোচ্চ করদাতার আসনে মন্ত্রী সুধাংশু দাসের এই আর্থিক উত্তরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা ও সিপিআইএম পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। তাঁর সাফ কথা, মন্ত্রী সুধাংশু দাস দুর্নীতির সাগরে ভাসছেন। অবিলম্বে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক।

সোমবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্রবাবু বলেন, মন্ত্রী নিজেই স্বীকার করেছেন তিনি বিভিন্ন ‘সোর্স’ থেকে টাকা গ্রহণ করেন। এমনকি দাবি করেছেন, মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও একই কাজ করে থাকেন। যদিও তিনি একে ঘুষ বলতে চাননি, বরং ‘প্রণামী’ বা ‘নৈবেদ্য’ বলে আখ্যা দিয়েছেন। এই বক্তব্য ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিরোধী দলনেতার দাবি, সুধাংশু দাসের বড় ভাই বর্তমানে রাজ্যের শীর্ষ করদাতাদের মধ্যে একজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন। অথচ মাত্র কয়েক বছর আগেই তাঁদের পরিবার ছিল বিপিএল তালিকাভুক্ত। অবৈধ পন্থায় অর্থ উপার্জন ছাড়া এই পরিবর্তন সম্ভব নয়, মন্তব্য জিতেন্দ্র চৌধুরীর।

তিনি আরও জানান, গত সাত বছরে মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে বিধানসভার ভিতরে এবং বাইরে একাধিক অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের জন্যও সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।

শেষে তিনি বলেন, রাজ্যে প্রশাসনিক শুদ্ধতা বজায় রাখতে হলে, এ ধরনের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের অবিলম্বে পদচ্যুত করা প্রয়োজন।