আগরতলা, ১৫ অক্টোবর:
চার দিন ধরে নিখোঁজ থাকার পর গতকাল বিকেলে বিশাখা সরকারের মৃতদেহ উদ্ধার হয় কালী টিলার জঙ্গল থেকে। পরিবারসহ এলাকাবাসীর দাবি বিশাখা সরকার কে খুন করা হয়েছে। তারই প্রতিবাদে আজ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি জিরানিয়া মহাকুমা কমিটির উদ্যোগে পুলিশ হেডকোয়ার্টারে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করে। এই ঘটনার সঠিক তদন্তমূলে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্ত্রের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক নারী সমিতির নেত্রীরা।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর সকালে আরকে নগর এলাকার কালীটিলা এলাকার শ্রমজীবী মহিলা কর্মী বিশাখা সরকার(৩২) কে বাড়ি থেকে নিয়ে গিয়ে এলাকায়ই লক্ষ্মী বিশ্বাস মালিকের বাড়িতে যান। সেখানে হাত পা বেঁধে মারধর করা হয় তাকে। এরপর থেকে বিশাখা সরকারের খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় অনেক খোঁজ করেও পরিবারের লোকজন এবং এলাকাবাসী বিশাখা সরকারকে উদ্ধার করতে পারেনি । পরে গতকাল তার মৃতদেহ উদ্ধার হয় ঝুলন্ত অবস্থায়। ঘটনার মূল অভিযুক্ত লক্ষ্মী বিশ্বাস এখনো পলাতক।

